দ্বিতীয় ম্যাচ জয় করে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে ভারত। রোববার দিবারাত্রিতে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে তারা ৪ উইকেটে জয় পেয়েছে। এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৩০৪ রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছিল। কিন্তু ভারতের ব্যাটাদের বিধ্বংসী ব্যাটিং ইংল্যান্ডের এই রান কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ৪৪.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত।
ভারতের এই জয়ে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। ১১৯ রানের চমৎকার এক ইনিংস উপহার দিয়েছেন। ওয়ানডেতে এটি তার ৩২তম শতক। মূলত রোহিত শর্মা ও শুভমান গিলের প্রথম উইকেট ইংল্যান্ডকে হতাশায় ডুবিয়েছিল। এই জুটি মাত্র ১৬.৪ ওভারে ১৩৬ রান করে।
টস জয়ের আগে ব্যাট হাতে নামা ইংল্যান্ডের ব্যাটারদের কেউ নিজেকে আলাদাভাবে তুলে ধরতে পারেনি। সবাই কম বেশি অবদান রেখেছেন। তার মাঝে কিছুটা ব্যতিক্রম ছিলেন বেন ডাকেট ও জো রুট। ডাকেট ৬৫ রান করেন, রুটের সংগ্রহ ছিল ৬৯ রান। রবীন্দ্র জাদেজা ছিলেন সফল বোলার। ৩ উইকেট শিকার তার।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৩০৪/৫০ (৪৯.৫ ওভার)। (ডাকেট ৬৫, রুট ৬৯, লিয়াম লিভিংস্টোন ৪১, জস বাটলার ৩৪, হ্যারি ব্রুক ৩১; রবীন্দ্র জাদেজা ৩/৩৫)।
ভারত: ৩০৮/৬ (৪৪.৩ ওভার)। (রোহিত শর্মা ১১৯, শুভমান গিল ৬০, শ্রেয়াস আইয়ের ৪৪, অক্ষর প্যাটেল ৪১; জেমি ওভারটন ২/২৭)।
ফল: ভারত ৪ উইকেটে জয়ী।
