এনসিএলে আলাউদ্দিন বাবুর ৫ উইকেট

আলাউদ্দিন বাবু (ফাইল ছবি)।

সিলেটে চলছে জাতীয় ক্রিকেট লিগ, এনসিএল টি-টোয়েন্টি। আজ সোমবার দিনের প্রথম ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে পাঁচ উইকেট তুলে নিয়েছেন ডানহাতি মিডিয়াম পেসার আলাউদ্দিন বাবু। জবাবে বরিশালকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর।

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভার তিন বলে অলআউট হওয়ার আগে ১০৬ রানের সংগ্রহ পায় বরিশাল। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করে ফজলে মাহমুদ। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রানে অপরাজিত ছিলেন উইকেটরক্ষক জাহিদুজ্জামান।

তিন ওভার তিন বলে ১৬ রানের খরচায় পাঁচ উইকেট তুলে নেন আলাউদ্দিন বাবু। এছাড়া চার ওভারে ১৬ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন নাসির হোসেন। একটি করে উইকেট পেয়েছেন মুশফিক হাসান, আবু হাশিম ও আব্দুল গাফফার সাকলাইন।

১০৭ রানের টার্গেটে ১৩ ওভার তিন বলেই চার উইকেট হারিয়ে ১০৯ রান তুলে নেয় রংপুর বিভাগ। অনিক সরকার ৩৫ বলে অপরাজিত ৫৪ রান করে দলের সহজ জয় নিশ্চিত করেন। এছাড়া আব্দুল্লাহ আল মামুন ২৪ ও অধিনায়ক আকবর আলী ১৭ রান করেন।

বরিশালের পক্ষে তানভির ইসলাম চার ওভারে এক মেডেন ও ২৭ রানের খরচায় তিন উইকেট পেয়েছেন। অন্য উইকেটটি পেয়েছেন মেহেদী হাসান।

Exit mobile version