এক দিন বিরতি দিয়ে ফের শুরু হয়েছে এনসিএল টি-টোয়েন্টি। সিলেটে শনিবার দিনের প্রথম খেলায় রোমাঞ্চকর জয় পেয়েছে ঢাকা মেট্রো। হাইভোল্টেজ ম্যাচে খুলনাকে ৬ রানে হারায় নাঈম শেখের ঢাকা।
কুয়াশার কারণে খেলা নেমে আসে ১৮ ওভারে। ফলে এ ম্যাচে প্রথমে ব্যাট করনে নেমে ১৮ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে ঢাকা। দলের পক্ষে ইমরানুজ্জামান ৪৬, নাঈম শেখে ২৩ আনিসুল ইলাম ২২ ও শামসুর রহমান শুভ ২৬ রান করেন। বল হাতে খুলনার পক্ষে মেহেদী হাসান রানা তিনটি ও আল আমিন হোসেন দুটি উইকেট নেন।
জবাবে ১৪৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৮ ওভারে ৮ উইকেটে ১৪০ রান তোলে নুরুল হাসান সোহানের খুলনা। দরের পক্ষে ওপেনার এনামুল হক বিজয় ১৩ ও ইমরুল কায়েস ৮ রান করে বিদায় নেন। এরপর খুলনার পক্ষে সর্বোচ্চ ১৭ বলে ২৯ রান আসে অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
এছাড়া সোহান ১৪, নাহিদুল ইসলাম ১৬ ও জিয়াউর রহামন ১৭ রান করেন। শেষ দিকে মাহিদুল হাসান রানা ১১ ও যায়েদ উল্লাহ ৬ রান করে অপরাজিত থাকেন। বল হাতে আলিস আল ইসলাম তিনটি ও রকিবুল হাসান ২ উইকেট নেন।