এনসিএল টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর ম্যাচে জয় পেয়েছে ঢাকা মেট্রো। বুধবার সিলেটে বরিশালকে ৩১ রানে হারায় তারা। এ টসে জিতে ঢাকা মেট্রোকে ব্যাটিং করতে পাঠায় বরিশাল।
নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ঢাকা মেট্রো করে ১৯২ রান। ক্যাপ্টেন নাঈম শেখ ৩৫ বলে ৬৫ যা দলীয় সর্বোচ্চ। বিপরীতে মেহেদি হাসান ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন।
পরবর্তী ইনিংসে ব্যাটিং করতে নেমে বরিশাল ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে করে ১৬১ রান। যা জয়ের জন্য অপ্রতুল। ফলে তারা ম্যাচ হারে ৩১ রানে।
বরিশালের হয়ে দলীয় সর্বোচ্চ রান করেন ফজলে মাহমুদ রাব্বি, ৫২ বলে ৭৭ রান। ঢাকা মেট্রোর হয়ে ৪ ওভার করে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন রাকিবুল হাসান। ম্যান অব দ্য ম্যাচ হন নাঈম শেখ।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো ২০ ওভারে ১৯২/৪
বরিশাল ২০ ওভারে ১৬১/৮
ঢাকা ৩১ রানে জয়ী