এনসিএল টি-টোয়েন্টিতে প্রথম দিনেই ব্যাটিংয়ে ঝড় তুলে সেঞ্চুরির দেখা পান তরুণ ব্যাটার জিসান আলম। সিলেটে চলতি এনসিলে ফের জিসানের ব্যাটে ঝড় দেখলো দর্শকরা। তার ঝড়ো ব্যাটিংয়ে খুলনাকে ৬ উইকেটে হারায় স্বাগতিক সিলেট।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় নুরুল হাসান সোহানের খুলনা। ব্যাটিংয়ে নেমে ৬৭ রানে ৫ উইকেট হারায় তারা। একে একে বিদায় নেন এনামুল হক বিজয় ৯, ইমরুল কায়েস ১৪, আজিজুল হাকিম তামিম ৯, মিঠুন ২০ রানে।
দলের বিপদে অধিনায়ক সোহান সর্বোচ্চ ৪৮ রান করেন। তার ৩৪ বলের ইনিংসে দুটি বাউন্ডারি ও তিনটি ছক্কার রয়েছে। এছাড়া জিয়াউর রহমানের ব্যাট থেকে আসে ২১ রান। ফলে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৪ রান তোলে খুলনা। বল হাতে সিলেটের পক্ষে এবাদত হোসেন ও নাবিল সামাদ দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ১৮.৩ ওভারে ৪ উইকেটে ১৫০ রান সংগ্রহ করে। ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে ঝড় তোলেন সিলেটের দুই ওপেনার তৌফিক খান ও জিসান আলম। দলীয় ৭৮ রানে প্রথম উইকেট হারায় তারা। ওপেনার তৌফিক খান ২৪ রান করে বিদায় নেন।
এরপর উইকেটের এক প্রান্তে ছিল আসা যাওয়ার মিছিল। তবে উইকেটের অন্য প্রান্তে থাকা জিসান আলম ব্যাটিংয়ে ভঙ্কর রুপে। তিনি ৪৮ বলে চার বাউন্ডারি ও ছয় ছক্কায় ৭৩ রান করে বিদায় নেন। শেষ দিকে তোফায়েল আহমেদ ১২ বলে ২৩ ও মাহফুজুর রাব্বি ১ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।