শুরু হয়ে গেলো লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)-এর পঞ্চম আসর। গতকাল উদ্বোধনী ম্যাচে ডাম্বুলা সিক্সার্সের একাদশে ছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয়। আজ কলম্বো স্ট্রাইকার্সের জার্সিতে মাঠে নামছেন বাংলাদেশি তারকা পেসার তাসকিন আহমেদ।
আজ ক্যান্ডি ফেলকন্সের মুখোমুখি হবে কলম্বো স্ট্রাইকার্স। পাল্লেকেলেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।
এলপিএলে এবারই প্রথম খেলবেন তাসকিন। ডানহাতি এই পেসারকে নিলাম থেকে ৫০ হাজার ডলারে দলে নিয়েছে কলম্বো।
গতকাল ডাম্বুলা সিক্সার্সের হয়ে নিজের প্রথম বলেই উইকেট তুলে নিলেও খরুচে ছিলেন বাঁহাতি পেসার মোস্তাফিজ। ৩ ওভার বল করে ৪৪ রান দেন তিনি।
এদিন ছন্দে ছিলেন না আরেক বাংলাদেশি হৃদয়ও। দল যখন বাজে অবস্থানে, তখন চারে ব্যাট করতে নেমে ২ বলে ১ রান করে ফেরেন এই তরুণ ব্যাটার।