এলিমিনেটর ম্যাচে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠালো বরিশাল

বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ফাইনালের লড়াইয়ে টিকে থাকার ম্যাচে টস জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে আগে ব্যাটিংয়ে পাঠালো তামিম ইকবালের ফরচুন বরিশাল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

এই ম্যাচের জয়ী দল কোয়ালিফাইয়ার-১ এর পরাজিত দলের বিপক্ষে খেলার সুযোগ পাবে। সন্ধ্যা সাড়ে ৬টায় টুর্নামেন্টের প্রথম কোয়ালিফাইয়ারে মুখোমুখে হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও এবারের আসরের গ্রুপ পর্বের শীর্ষে থাকা রংপুর রাইডার্স।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: জশ ব্রাউন, তানজিদ হাসান তামিম, শুভাগত হোম, রোমারিও শেফার্ড, সৈকত আলী, চার্লস ব্রুস, নাহিদুজ্জামান, আল আমীন হোসেন, সালাউদ্দিন শাকিল, ইমরানুজ্জামান ও বিলাল খান।

ফরচুন বরিশাল: তামিম ইকবাল, ডেভিড মিলার, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, মেহেদি হাসান মিরাজ, জেমস ফুলার, কাইল মায়ের, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাক কয়, সাইফ উদ্দিন

Exit mobile version