টানা দুই ম্যাচ জয়ে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। রোববার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তারা নেপালকে ৫ উইকেটে হারিয়েছে। টানা দুই জয়ে বাংলাদেশের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়েছে।
বাংলাদেশ-নেপাল ম্যাচ শেষ হওয়ার পর গ্রুপের অন্য ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয়। ফলে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়। এখন বাংলাদেশের সামনে গ্রুপ সেরা হওয়ার লড়াই। সে লড়াইয়ে শ্রীলঙ্কা বাংলাদেশের প্রতিপক্ষ। প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছিল।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ১৪১ রানে অল আউট করে বাংলাদেশ। ২৮.৪ ওভারে এ রান টপকে যায় টাইগাররা।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের বোলাররা উল্লাসে মাতে। একের পর এক উইকেট শিকার করে তারা। মূলত নির্ধারিত বিরতিতে উইকেটের পতন হয় নেপালের। তাদের শীর্ষ ৫ ব্যাটারের চারজনই দুই অঙ্কের রানে যেতে পারেনি। বাংলাদেশের আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন ও রিজান হাসান দুটি করে উইকেট নেন।
জবাবে বাংলাদেশের ওপেনার কালাম সিদ্দিকি দুই বলে খেলে বিনা রানে আউট হন। তবে দ্বিতীয় উইকেটে জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম সব সংশয় উড়িয়ে দেন। ৯০ রানের জুটি তাদের। জাওয়াদ ৫৯ রান করেন। হাকিমের সংগ্রহ অপরাজিত ৫২। এই জুটির ওপর ভর করেই বাংলাদেশ জয় তুলে নেয়।