এশিয়া কাপে দল ঘোষণা বাংলাদেশের, নেতৃত্বে আকবর

ওমানে আসন্ন টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলের নেতৃত্ব দেবেন আকবর আলী। এই দলে রয়েছেন জাতীয় দলের বেশ কিছু তারকা ক্রিকেটারও, যেমন—তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন ও জাকের আলি অনিক।

তরুণ প্রতিভা জিসান আলম, অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি, এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান ওয়াসি সিদ্দিকও রয়েছেন স্কোয়াডে। অভিজ্ঞ এবং তরুণদের মিশেলে দলটি এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফর্ম্যান্স দেখাতে প্রস্তুত।

ইমার্জিং এশিয়া কাপে এবারই প্রথমবারের মতো খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আগের তিনটি আসরে প্রতিযোগিতা হয়েছিল ৫০ ওভারের ফরম্যাটে। ২০১৩ সালে প্রথম আসরের শিরোপা ঘরে তোলে ভারত, পরের দুটি আসরে জয়ী হয় পাকিস্তান। সবশেষ ২০২৩ সালে পাকিস্তান ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ম্যাচ ১৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে অনুষ্ঠিত হবে। এরপর ২১ অক্টোবর আফগানিস্তান এবং ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ।

এবারের আসরে পারভেজ হোসেন ইমনের নেতৃত্বে বাংলাদেশ দল ভালো ফলাফল করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। জাতীয় দলের ক্রিকেটারদের অভিজ্ঞতা এবং তরুণদের উদ্যমের সমন্বয়ে দলটি শিরোপার অন্যতম প্রতিযোগী হিসেবে মাঠে নামতে প্রস্তুত।

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল- 

পারভেজ হোসেন ইমন , জিসান আলম, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান রাব্বি, আকবর আলি (অধিনায়ক), জাকের আলি অনিক, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, ওয়াসি সিদ্দিক, আলিস আল ইসলাম, রেজাউর রহমান রাজা ও রিপন মন্ডল। 

Exit mobile version