অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শুভ সূচনা করেছে পাকিস্তান। দুবাইতে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান ৪৩ রানে ভারতকে হারিয়েছে। আগে ব্যাট করে পাকিস্তান ৭ উইকেট হারিয়ে ২৮১ রান করেছিল। জবাবে ভারত ৪৭.১ ওভারে ২৩৮ রানে সব উইকেট হারায়।
টস জয়ের পর ব্যাট হাতে নামা পাকিস্তানের শুরুটা ছিল উড়ন্ত। প্রথম উইকেটে তারা ১৬০ রান করে। ওপেনার শাহজাইব খান ১৫৯ রান করেন। অপর ওপেনার উসমান খান করেন ৬০ রান। শাহজাইব তার ১৫৯ রান করতে ১৪৭ বল খেলেছেন। ১০টি ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে। বাউন্ডারি মেরেছিলেন পাঁচটি। অনুর্ধ্ব-১৯ ক্রিকেটে কোনো পাকিস্তানী ব্যাটার হিসেবে ইনিংসে সর্বাধিক ওভার বাউন্ডারি মারার কীর্তি গড়েছেন তিনি। শুধু তাই নয়, অনুর্ধ্ব-১৯ ক্রিকেটে পাকিস্তানী ব্যাটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসও গড়েছেন তিনি।
পাকিস্তানের দুই ওপেনার ছাড়া অন্যরা ক্রিজে এসেছেন আর ফিরেছেন। কিছুটা ব্যতিক্রম ছিলেন মুহাম্মদ রিয়াজউল্লাহ। ২৭ রান করেন তিনি।
ভারতের সফল বোলার ছিলেন সামার্থ নাগরাজ। ৩ উইকেট শিকার করেন তিনি।
জবাবে ভারতের মিডল অর্ডার ব্যাটার নিখিল কুমার কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছিলেন। অন্যরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। নিখিল ৬৭ রান করেন। এছাড়া মোহামেদ ইনানের করা ৩০ রান ছিল ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস।
পাকিস্তানের আলি রাজা ৩৬ রানে ৩ উইকেট নেন। এছাড়া আব্দুল সোবহান ও ফাহাম উল হক দুটি করে উইকেট নেন।