অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে আজ ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। দুবাইয়ে সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।
এবারের টুর্নামেন্টে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠেছে। আজই দুই সেমিফাইনাল মাঠে গড়াবে।দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে ভারত ও শ্রীলঙ্কা।
‘এ’ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান সেমিফাইনালে উঠেছে। সব ম্যাচ জয়ে পাকিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হয়। ভারত রানার্স আপ। অন্যদিকে ‘বি’ গ্রুপ শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়, বাংলাদেশ হয় রানার্স আপ। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তান ও বি গ্রুপের রানার্স বাংলাদেশ প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। আগামী ৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে।
বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচে নেপাল ও আফগানিস্তানকে হারায়। শ্রীলঙ্কার বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৭ রানে হেরে যায়।