এশিয়া কাপ ফাইনালে ট্রফি বিতর্কে তোপ পাকিস্তান অধিনায়কের

এশিয়া কাপের ফাইনাল শেষে ভারতীয় দলের ট্রফি না নেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। তাঁর অভিযোগ, সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত শুধু পাকিস্তান নয়, পুরো ক্রিকেটকেই অসম্মান করেছে।

ফাইনালের পর সংবাদ সম্মেলনে সালমান বলেন, “ভারত আমাদের সঙ্গে হাত মেলায়নি, মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি। এতে শুধু আমাদের নয়, পুরো ক্রিকেটেরই অসম্মান হলো। অন্য দলগুলো যদি একে একে এসব করতে শুরু করে, তবে খেলার মানসিকতা কোথায় গিয়ে দাঁড়াবে? ক্রিকেটাররা তো রোল মডেল হওয়ার কথা। মাঠে এমন আচরণ ছোট ছোট ছেলে-মেয়েদের জন্য ভয়ংকর বার্তা। এবার যা হয়েছে, সেটা খুবই হতাশাজনক।”

রোববার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও ভারতীয় দল মঞ্চে ট্রফি গ্রহণ করেনি। এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেওয়ার কথা ছিল ভারতের। কিন্তু শেষমেশ বয়কট করে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা মাঠেই উদ্‌যাপন করেন।

এ প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, “চ্যাম্পিয়ন হয়েও ট্রফি না পাওয়া—এমন ঘটনা জীবনে দেখিনি। তবে আমার চোখে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরাই আসল ট্রফি। সবাই জানে ভারত এশিয়া কাপ জিতেছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকীয়া অবশ্য স্পষ্ট করেন, “ভারত-পাকিস্তান সম্পর্ক যুদ্ধে টানটান, তাই পাকিস্তানের মন্ত্রীর হাত থেকে আমরা পুরস্কার নেব না—এই সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছিল।”

ফাইনাল শেষে মুহূর্তেই নাটকীয় পরিবেশ তৈরি হয়। খেলা শেষ হলেও পুরস্কার বিতরণী শুরু হচ্ছিল না। মাঠে দাঁড়িয়ে ছিলেন ভারতীয় খেলোয়াড়রা, পাশে ছিলেন নাকভি। তাঁকে ফোনে কথা বলতে ও রাগান্বিত ভঙ্গিতে দেখা যায়। এক ঘণ্টা পর পাকিস্তানের ক্রিকেটাররা ড্রেসিংরুম থেকে বেরিয়ে এলে অনুষ্ঠান শুরু হয়।

Exit mobile version