এশিয়া কাপ শেষে শুরু বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

অসন্ন এশিয়া কাপে একই গ্রুপে লড়াই করবে বাংলাদেশ-আফগানিস্তান। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসর শেষেই আবার মুখোমুখি হবে দুই দল। গত বছর স্থগিত হওয়া সিরিজটির নতুন সূচি আজ রোববার ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে দুই দল।

থারীতি সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতে, যেটিকে ‘হোম ভেন্যু’ হিসেবে ব্যবহার করে আসছে আফগানিস্তান। ২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু মাঠের লড়াই। পরের দুটি ম্যাচ ৩ অক্টোবর ও ৫ অক্টোবর। ওয়ানডের লড়াই শুরু ৮ অক্টোবর। পরের দুই ম্যাচ ১১ ও ১৪ অক্টোবর।

এশিয়া কাপের গ্রুপ পর্ব উতরাতে পারলে এই টুর্নামেন্ট শেষে একবারে আফগানদের সঙ্গে সিরিজ খেলে দেশে ফিরবে বাংলাদেশ দল। গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে গেলে অবশ্য দেশে ফিরে পরে আবার আমিরাতে যাবেন লিটন দাসরা। দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে বাংলাদেশ ও আফগানিস্তান সবশেষ মুখোমুখি হয়েছিল গত বছর। শারজাহতে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল আফগানরা।

ওয়ানডেতে দুই দলের সিরিজ সাফল্য এখনও সমানে সমান। চার সিরিজের প্রথম দুটি জিতেছিল বাংলাদেশ, পরের দুটি আফগানিস্তান। টি-টোয়েন্টিতে এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে তিনটি। প্রথমটি জিতেছি আফগানিস্তান, পরেরটি শেষ হয়েছিল ১-১ সমতায়।

Exit mobile version