দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট এসএ২০ লিগের চতুর্থ আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। সেই আসরের জন্য খেলোয়াড় নিলাম বসেছিল গতকাল (৯ সেপ্টেম্বর) রাতে।
এবারের ড্রাফটে দেশি-বিদেশি মিলিয়ে নাম উঠেছিল ৭৮২ জন ক্রিকেটারের। এর মধ্যে বাংলাদেশ থেকে নাম জমা দেন মোট ২৩ ক্রিকেটার। তবে প্রাথমিক যাচাই-বাছাই শেষে বাদ পড়েছেন ৯ জন, ফলে চূড়ান্ত নিলামে জায়গা হয় ১৪ জনের।
বাংলাদেশিদের মধ্যে প্রথমে নাম ওঠে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। তার জন্য ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১.৫ মিলিয়ন র্যান্ড। কিন্তু সেই দামে কিংবা তার ওপরে কোনো ফ্র্যাঞ্চাইজি এগিয়ে আসেনি। ফলে মার্কি প্লেয়ারদের তৃতীয় সেটে অবিক্রিত থাকেন এই তারকা বোলার।
এই নিলামে বাংলাদেশের যে ১৪ জন ক্রিকেটারের নাম ছিল তারা হলেন—
মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, লিটন দাস ও সাকিব আল হাসান।
