এসজি বল নিয়ে দুশ্চিন্তায় লিটনরা

বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। প্রতিপক্ষ ভারত কিংবা কন্ডিশন ছাপিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ‘এসজি বল’। ঘরের মাঠে হাতে বানানো এই বল দিয়ে টেস্ট খেলে অভ্যস্ত আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে দুইয়ে থাকা ভারত। অন্যদিকে অপেক্ষাকৃত কম পরিচিত এই বলের সাথে মানিয়ে নেওয়াই বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য।

এই বিষয়ে আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মিরপুরে এসজি বল প্রসঙ্গে গণমাধ্যমে লিটন বলেন, ‘আপনারা জানেন ভারত বড় একটা দল, আর এই বলে আমরা খুব কমই খেলি। আমাদের প্লেয়াররা খুবই পরিশ্রম করছে দেখা যাক কি হয়। প্রস্তুতি বলতে আমাদের সেরা বোলারদের বলই আমরা খেলছি। ‘

লিটন আরো যোগ করেন, ‘ কিছুটা কঠিন তো আছেই। আপনি যদি দেখেন কোকাবুরার নতুন বল খেলা কঠিন, তবে পুরাতন বল খেলা সহজ। আর এসজি বলে নতুন বল খেলা সহজ বলেও পুরাতন বল কিন্তু খেলা কঠিন।’

Exit mobile version