এসিসি সভাপতির সঙ্গে ক্রীড়া, শিক্ষা ও শক্তি খাতে সহযোগিতার আলোচনা

বাংলাদেশ সফরে এসেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নকভি। তার সফরের অংশ হিসেবে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে। এই বৈঠকে দুই দেশের ক্রীড়া, শিক্ষা ও নবায়নযোগ্য শক্তি খাতে বহুমাত্রিক সহযোগিতা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

বৈঠকের শুরুতে মহসিন নকভি রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক প্রকাশ করেন। “পাকিস্তান সরকার বাংলাদেশের এই দুঃসময়ে পাশে আছে,”—বলেন তিনি।

প্রধান আলোচনার বিষয় ছিল ক্রিকেট ছাড়াও হকি ও কাবাডি খেলার উন্নয়ন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, “আঞ্চলিক ক্রীড়া উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। হকি ও কাবাডির মতো খেলাগুলোতে একসঙ্গে কাজ করতে পারলে দুই দেশই উপকৃত হবে।”

দ্বিপাক্ষিক এই আলোচনায় উঠে এসেছে যুব সমাজের দক্ষতা বিকাশ, প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও। পাশাপাশি উচ্চশিক্ষা ও স্কলারশিপ বিনিময় নিয়েও আলোচনা হয়েছে। “আমরা চাই শিক্ষা ও অভিজ্ঞতার ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক জোরদার হোক,”—জানান উপদেষ্টা।

নবায়নযোগ্য শক্তি, বিশেষ করে সৌর বিদ্যুৎ খাতে অভিজ্ঞতা ভাগাভাগি ও উদ্ভাবনের বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়। এই বৈঠক দু’দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।

Exit mobile version