‘এ’ ক্যাটাগারির ক্রিকেটাররা কে কোন দলে!

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট, বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে আনুষ্ঠানিকাভাবে দল গুছিয়ে নিলো সাত ফ্রাঞ্চাইজি। এর মধ্যে সবার আগ্রহের শীর্ষে ছিলেন নিলামে ওঠা ‘এ’ ক্যাটাগরিতে জায়গা করে নেয়া দেশের পাঁচ ক্রিকেটার।

ঢাকার সোনারগাঁও হোটেলে বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া নিলামে লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ শুরুতেই দল পান। লিটনকে ঢাকা ক্যাপিটালস, রিয়াদকে ফরচুন বরিশাল এবং তাসকিনকে দুর্বার রাজশাহী কিনে নেয়। প্রথম দফায় রিশাদ ও তিন ফর্মেটে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রতি কেউ আগ্রহ দেখায়নি।

সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে নাজমুল হোসেন শান্তর দল পাওয়া নিয়ে সংশয় তৈরি হলেও শেষ পর্যন্ত এগিয়ে আসে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে গত আসরের চ্যাম্পিয়ন বরিশাল শান্তকে দলে টেনে নেয়। শুধু শান্ত নয় ‘এ’ ক্যাটাগরিতে থাকা ‘গুগলি’ বোলার রিশাদ হোসেনকেও দলে নিয়েছে বরিশাল।

Exit mobile version