দুই ওপেনারের ঝড়ো সূচনা, মধ্যভাগে ছন্দপতন, এরপর বোলারদের নিয়ন্ত্রিত আগ্রাসন—এই তিন পর্বে গাঁথা এক রুদ্ধশ্বাস ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে অনুষ্ঠিত ম্যাচে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ৯১ রানে হারিয়েছে টাইগার যুবারা।
প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৪ রান তোলে বাংলাদেশ। ইনিংসের মূল ভিত্তি গড়েন ওপেনার জাওয়াদ আবরার, যিনি ৬৩ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। সঙ্গী রিফাত ৩৫ বলে ৩১ রান করে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি।
তৃতীয় ব্যাটার আজিজুল হাকিম তামিম করেন ৩৪ রান। কিন্তু এরপর ধসে পড়ে বাংলাদেশের মিডল অর্ডার। ১৭৫ রানে তৃতীয় উইকেট পড়ার পর ১৮০ রানেই তারা ৬ উইকেট হারায়। তবে ইনিংসের শেষদিকে মোহাম্মদ আবদুল্লাহর অনবদ্য ব্যাটিং ফের প্রাণ ফেরায় দলকে। ৬৪ বলে ৫৬ রানে অপরাজিত থেকে আড়াইশ ছাড়ানো সংগ্রহ নিশ্চিত করেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের শুরুটা ছিল বিপর্যস্ত। ৩৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা, আল ফাহাদের আঘাতে। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ গড়েন নাথানিয়েল হ্লাবানগানা ও কিয়ান ব্লিগনট। নাথানিয়েলের ৫৩ রানে ভাঙে সেই জুটি।
১৪০ রানে ৪ উইকেট হারানোর পর স্বাগতিকরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাত্র ৪৩ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারায় তারা। ফলে ৪২ ওভার ২ বলেই ১৮৩ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
বাংলাদেশের হয়ে সামিউন বশির রাতুল ১৪ রানে শিকার করেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন আল ফাহাদ ও আজিজুল হাকিম তামিম।
