ওভালে জো রুটের ইতিহাস গড়া সেঞ্চুরি!

লন্ডনের ঐতিহ্যবাহী দ্য ওভালে ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের ব্যাটিং তারকা জো রুট এক নতুন রেকর্ড গড়েন। ১৩৭ বল খেলে অসাধারণ এক সেঞ্চুরি তুলে ক্যারিয়ারে তার ৩৯তম শতরান পূর্ণ করলেন এই ডানহাতি ব্যাটার।

এই সেঞ্চুরির মাধ্যমে তিনি শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় চতুর্থ স্থানে অবস্থান লাভ করেছেন। এর আগে কুমারের নাম ছিল ৩৮ সেঞ্চুরি। এখন রুটের উপরে অবস্থান করছেন মাত্র তিন ক্রিকেটার — শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিং।

রুট শুধু শতরানের দিক থেকে নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) ৬,০০০ রান পূরণ করে ইতিহাসের প্রথম ব্যাটার হয়েছেন। তার টেস্ট ক্যারিয়ারের রানসংখ্যাও ১৩,৫০০-এর উপরে উঠে গেছে, যা তাকে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শুধু শচীন টেন্ডুলকারই তার রান সংখ্যায় এগিয়ে আছেন। জো রুট নিজেকে নিয়ে গেছেন এক অন্য মাত্রায়। শুধু নিজের ক্যারিয়ারেই না বরং টেস্ট ক্রিকেটেও যোগ করেছেন নতুন মাত্রা। ইংল্যান্ডের খেলা হলে জো রুট ব্যাট করতে এলে গ্যালারিজুড়ে ফ্যানদের উন্মাদোনা শোনা যায়। এছাড়া বিশ্বজুরেই ক্রিকেট প্রেমীরা টেলিভিশনের পর্দায় জো রুটের ব্যাটিং দেখার অপেক্ষায় থাকে।

টেস্ট ক্রিকেটে শতক সংগ্রাহকের শীর্ষ স্থানে আছেন শচীন টেন্ডুলকার ৫১ সেঞ্চুরি নিয়ে, এরপর যথাক্রমে জ্যাক ক্যালিস ৪৫, রিকি পন্টিং ৪১, জো রুট ৩৯ এবং কুমার সাঙ্গাকারা ৩৮ সেঞ্চুরির রেকর্ড নিয়ে।

Exit mobile version