ক্রিকেটে আউট হওয়ার নিয়ম অনেক, তবে শাই হোপের আউটটা সত্যিই বিরল। সাধারণত হিট উইকেট খুব একটা দেখা যায় না, আর ওয়াইড বল থেকে তো আরওই না! ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেই ঘটনাই ঘটালেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ব্যাটার।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ব্যাট করছিলেন হোপ। ২৯ বলে ৩৯ রান করার পর পঞ্চদশ ওভারের প্রথম বলেই ঘটে অদ্ভুত ঘটনা। মিডিয়াম পেসার টেরেন্স হাইন্ডস অফ স্টাম্পের বাইরে স্লোয়ার দেন, তবে এতটাই বাইরে চলে যায় যে আম্পায়ারের দৃষ্টিতে সেটি ওয়াইড। হোপ সেই বল খেলতে গিয়ে ক্রিজের ভেতর থেকে রিভার্স র্যাম্প শটের চেষ্টা করেন। কিন্তু বলে ব্যাট লাগেনি—উল্টো তার ব্যাট ছুঁয়ে যায় স্টাম্পে! আম্পায়ার তখনো ওয়াইডের সংকেত দিচ্ছেন, আর হোপ হতাশ হয়ে হাঁটছেন ড্রেসিংরুমের পথে।
হোপের বিদায়ের পর গায়ানার ইনিংস চাপে পড়ে। ১৭ ওভার শেষে স্কোরবোর্ডে ওঠে ৭ উইকেটে ১১৭। শেষদিকে কিছুটা লড়াই করেন ডোয়াইন প্রিটোরিয়াস (১৬ বলে ২১) ও কুয়েন্টিন স্যামসন (১৯ বলে ২৫), তাদের ব্যাটে দল দাঁড় করায় ১৬৩ রান।
তবে এই পুঁজি রক্ষা করতে পারেনি গায়ানা। অ্যালেক্স হেলসের ঝড়ো ৭৪ (৪৩) ও কলিন মুনরোর ৫২ (৩০) রানে ভর করে ১৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় ত্রিনবাগো। শেষ দিকে আন্দ্রে রাসেলও যোগ করেন ঝড়ো ২৭* (১৪)। একপেশে খেলায় সহজ জয় তুলে নেয় ত্রিনবাগো।
টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ছিল ১৭০তম হিট উইকেট, এর মধ্যে আন্তর্জাতিক আসরে হয়েছে ৪০ বার। তবে সিপিএলের ইতিহাসে হোপ মাত্র চতুর্থ ব্যাটার, যিনি এমনভাবে আউট হলেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















