চার মাস পর ওয়ানডেতে প্রত্যাবর্তনটা যেন স্বপ্নময় করলেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে (৮ আগস্ট) মাত্র ৮ ওভারে ৫১ রান দিয়ে ৪ উইকেট শিকার করে দলকে ৫ উইকেটের জয়ে নেতৃত্ব দেন তিনি।
এই ম্যাচ দিয়েই ভারতের পেসার মোহাম্মদ শামিকে পেছনে ফেলে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে কমপক্ষে ১০০ উইকেট নেওয়া বোলারদের তালিকায় সেরা বোলিং স্ট্রাইক রেটের রেকর্ড গড়েছেন শাহিন। বর্তমানে তার স্ট্রাইক রেট ২৫.৪৫, যেখানে শামির স্ট্রাইক রেট ২৫.৮৫।
এখন পর্যন্ত ৬৫ ওয়ানডেতে ১৩১ উইকেট নিয়েছেন শাহিন। দ্বিতীয় স্থানে থাকা শামি ১০৮ ম্যাচে শিকার করেছেন ২০৮ উইকেট। শাহিনের আগে ৬৫ ওয়ানডেতে সর্বোচ্চ ১২৯ উইকেট নেওয়ার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও আফগানিস্তানের রশিদ খানের দখলে।
তালিকার পরবর্তী অবস্থান আছে মিচেল স্টার্কের যিনি অস্ট্রেলিয়া) চতুর্থতে আছে অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা) পঞ্চমে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)
ওয়ানডেতে ফিরেই এমন পারফরম্যান্সে আবারও প্রমাণ করলেন, কেন শাহিন আফ্রিদিকে বিশ্বের সেরা পেসারদের একজন ধরা হয়। বিশ্বকে জানান দিলেন ফুরিয়ে যাননি তিনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















