সবচেয়ে কম ওয়ানডে ম্যাচ খেলে পেসারদের মধ্যে দ্রুততম সময়ে ১০০ উইকেটের মালিক হলেন পাকিস্তানী পেসার শাহীন শাহ আফ্রিদি। অবশ্য পেসারদের মধ্যে দ্রুততম সময়ে এই কৃতিত্ব গড়লেও তার আগে আছেন দুইজন স্পিনার। এদের একজন আফগানিস্তানের রশিদ খান ও ছোটদেশের বড় তারকা নেপালের সন্দীপ লামিছানে।
বাংলাদেশের বিপক্ষে আইসিসি বিশ্বকাপের ম্যাচে এই মাইলফলকে পৌঁছান পাকিস্তানি স্পিডস্টার। এদিন ম্যাচের প্রথম ওভারে বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে শূন্য রানে আউট করেন শাহীন।
একদিনের ক্রিকেটে ৫১ ম্যাচে ১০০ উইকেট নিয়েছেন শাহীন। তাঁর স্বদেশী কিংবদন্তী সাকলাইন মোশতাক এই মাইলফলক ছুঁয়েছিলেন ৫৩ ম্যাচ খেলে।
নেপালের সন্দীপ লামিছানে এই তালিকায় সবার উপরে। ১০০ উইকেট পেতে তিনি খেলেছেন ৪২ ম্যাচ। আফগান স্পিনার রশিদ খান কীর্তিটি গড়েছেন ৪৪ ম্যাচ খেলে। তবে পেসারদের মধ্যে এই রেকর্ড গড়তে সবচেয়ে কম ম্যাচ খেলেছেন শাহীন শাহ আফ্রিদি।
এর আগে ৫২ ইনিংসে ১০০ উইকেট নেয়া অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক ছিলেন সবার উপরে। বাংলাদেশের বিপক্ষে তিন উইকেট নিয়েছেন শাহিন। এতে করে বিশ্বকাপের এবারের আসরে ১৬ উইকেট নিয়ে বর্তমানে অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পার সাথে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে আছেন তিনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















