টি-টোয়েন্টিতে দীর্ঘ আট বছরের জয়খরা কাটানোর পর এবার ওয়ানডেতেও পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। রোববার রাতে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডিএল মেথডে ৫ উইকেটে জিতে চার বছর পর এই ফরম্যাটে পাকিস্তানকে হারাল শাই হোপের দল।
২০১৯ বিশ্বকাপে নটিংহামে ৭ উইকেটে জয়ের পর গতকাল পর্যন্ত পরবর্তী চার ওয়ানডে মুখোমুখিতে হারের তিক্ত স্বাদ পেয়েছিল ক্যারিবীয়রা। সিরিজের প্রথম ম্যাচেও ৫ উইকেটে জিতেছিল পাকিস্তান। তিন ম্যাচের লড়াইয়ে এখন ১-১ সমতা।
বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে পাকিস্তান ৩৫ ওভারে ৭ উইকেটে তোলে ১৭১ রান। জয়ের জন্য ডিএল মেথডে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ১৮১। রান তাড়ায় নেমে শুরুটা মোটেও ভালো ছিল না স্বাগতিকদের। মাত্র ১২ রানের মধ্যে দুই ওপেনার ব্রেন্ডন কিং ও এভিন লুইসকে সাজঘরে ফেরান হাসান আলী। কেসি কার্টিও দলীয় ৪৮ রানে আউট হলে চাপ বাড়ে হোপদের ওপর।
চতুর্থ উইকেটে শেরফান রাদারফোর্ডের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন অধিনায়ক শাই হোপ। তবে মোহাম্মদ নাওয়াজের স্পিনে ভাঙে জুটি—৩২ রানে আউট হন হোপ, পরের ওভারেই ৪৫ রান করা রাদারফোর্ডও ফেরেন। ১০৭ রানে পঞ্চম উইকেট হারানোর পর রস্টন চেজ ও গ্রিভস ম্যাচের বাকি কাজ সেরে ফেলেন। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন থেকে ৭২ বলে ৭৭ রান যোগ করে ১০ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে দেন দলকে। চেজ অপরাজিত ৪৭ বলে ৪৯ এবং গ্রিভস ৩১ বলে ২৬ রান করেন।
এর আগে পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ রান আসে হাসান নাওয়াজের ব্যাট থেকে—৩০ বলে অপরাজিত ৩৬। হুসাইন তালাত করেন ৩১ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেইডেন সিলস ২৩ রানে ৩ উইকেট নেন। ব্যাটে-বলে দারুণ অবদান রাখা রস্টন চেজ ম্যাচসেরার পুরস্কার জেতেন।
ওয়েস্ট ইন্ডিজের এই জয় ওয়ানডে সিরিজে প্রানের সঞ্চার করেছে। সম্প্রতি অষ্ট্রেলিয়ার সাথে বাজে পারফর্মেন্সের পরে অনেক সমালোচনার সম্মুখীন হয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ ম্যানেজমেন্ট এবং সমর্থকদের জন্য এই সিরিজ কিছুটা হলেও স্বস্তিকর। ক্যারিবিয়ান সমর্থকরা এখন অপেক্ষায় থাকবে যেন তাদের দল পরবর্তী ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয়।
