ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতল ভারত। জাতীয় দলের সাবেকদের জমজমাট ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারায় তারা।
শনিবার ইংল্যান্ডের বার্মিংহ্যামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয়েছিল। এদিন প্রথমে ব্যাট করে ইউনুস খানের নেতৃত্বাধীন পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে। যা ভারত পেরিয়েছে ৫ বল এবং ৫ উইকেট হাতে রেখেই।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন শোয়েব মালিক। এ ছাড়া কামরান আকমল ২৪, শোয়েব মাকসুদ ২১, মিসবাহ উল হক ১৮ ও সোহেল তানভীর অপরাজিত ১৯ রান করেন। ভারতের পক্ষে অনুরীত সিং ৩টি ও ১টি করে উইকেট নেন বিনয় কুমার, পাওয়ান নেগি ও ইরফান পাঠান।
জবাবে ১৯.১ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তুলে চ্যাম্পিয়ন ভাতর। দলের পক্ষে সর্বোচ্চ রান ৫০ করেন আম্বাতি রাইডুর ব্যাটে।
এছাড়া গুরকিরাৎ সিং ৩৪, ইউসুফ পাঠান ৩০ ও অধিনায়ক যুবরাজ অপরাজিত ১৫ রান করেন।
চ্যাম্পিয়ন ভারত (ট্রফি ও ২ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি প্রায় ২ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার টাকা পুরস্কার জিতেছে।
পাকিস্তান রানারআপ (ট্রফি ও ১ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি ১ কোটি ১৭ লাখ ১৬ হাজার টাকা পুরস্কার জেতেন।