দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ১৩০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। আজ ভোরে কিংসটাউনে শুরু হওয়া খেলায় প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ১২৯ রান করেছে। লোয়ার অর্ডার ব্যাটার শামীম হোসেনের ঝড়ো ৩৫ রানে বাংলাদেশের এই সংগ্রহ।
আগের ম্যাচে জয়ের ফলে বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। আগেভাগে সিরিজ জয় করতে হলে এ মাচে বাংলাদেশকে জয় পেতে হবে। তবে রানটা একটু কমই হয়ে গেছে বলা যায়। এখন বোলারদের ওপর অনেক কিছুই নির্ভর করছে। তারা ভালো করতে পারলে বাংলােদেশের জয়ের সম্ভাবনা রয়েছে।
টস জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। কিন্তু বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। একের পর এক উইকেট হারিয়েছে। শেষ পর্যন্ত শামীম ১৭ বলে ৩৫ রান করে স্কোরটা ভদ্রস্থ করেন।
বাংলাদেশ: ১২৯/৭ (২০ ওভার)। (লিটন দাস ৩, সৌম্য সরকার ১১, তানজিদ হাসান ২, মেহেদি হাসান ২৬, জাকের আলী ২১, রিশাদ হোসেন ৫, মাহেদি ১১, শামীম ৩৫* ও তানজিম ৯*; আকিল ১/১৬, গুদাকেশ ২/২৫, রোস্টন ১/৮, আলঝারি ১/২১, ম্যাকয় ১/৩২)।