হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৫২ রানের টার্গেট দিলো বাংলাদেশ। অন্য ব্যাটারদের ব্যর্থতায় দলকে একাই টেনে নিয়ে যান তানজিদ হাসান তামিম। আউট হন ব্যক্তিগত সর্বোচ্চ ৮৯ রান করে।
বাংলাদেশের মাত্র দু’জন ব্যাটার এই দিন দুই অঙ্কের ঘর স্পর্শ করতে সক্ষম হন। একজন তানজিদ তামিম, অন্যজন সাইফ হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে সাইফের ব্যাট থেকে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৬ জন বোলার হাত ঘুরিয়েছেন। রোমারিও শেফার্ড চার ওভারে ৩৬ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। দু’টি করে উইকেট পেয়েছেন জেসন হোল্ডার ও খারি পিয়েরে। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আকিল হোসেন ও রস্টন চেজ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















