ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনটা ছিল পেসারদের। শুক্রবার বার্মিংহ্যামে প্রথম দিন সারাদিনে পতন হওয়া ১৩ উইকেটের একটি বাদে সবকটি গেছে তাদের ঝুলিতে।
এ দিন টস জিতে আগে ব্যাট করে উইন্ডিজ থামে ২৮২ রানে। জবাব দিতে নামা ইংল্যান্ড ৩৮ রান তুলতে হারিয়ে ফেলেছে ৩ উইকেট। স্বাগতিকদের ইনিংসে প্রথম ধাক্কা দেন জেইডেন সিলস। তার বলে কাটা পড়েন জ্যাক ক্রলি। ১৩ বলে ১৮ রান করে ফেরেন তিনি।
আরেক ওপেনার বেন ডাকেট ইনসাইড এজে বোল্ড হন আলজারি জোসেফের বলে। তার ব্যাটে আসে ১২ বলে ৩ রান। তবে দিনের শেষ দুই ওভারে আর কোনো বিপদ ঘটতে দেননি অলি পোপ ও জো রুট। পোপ অপরাজিত ৬ ও রুট ২ রানে অপরাজিত আছেন। তাদের কাঁধে এখন ইংল্যান্ডকে পথ দেখানোর দায়িত্ব। হাতে ৭ উইকেট নিয়ে ২৪৪ রানে পিছিয়ে আছে ইতোমধ্যে সিরিজ জিতে নেওয়া দলটি।
এর আগে ক্রেইগ ব্র্যাথওয়েট ও মিকাইল লুইসের কল্যাণে ৭৬ রানের উদ্বোধনী জুটি পায় সফরকারীরা। এরপর ম্যাচে ঘটে ছন্দপতন। ৩৯ রানের মধ্যে পড়ে যায় ৫ উইকেট। শেষ পর্যন্ত আবে বেশি এগুতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।