ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করেছে পাকিস্তান। লাউডারহিলে আজ সকালে অনুষ্ঠিত প্রথম ম্যাচে পাকিস্তান হঠাৎ টানটান উত্তেজনায় রূপ নেওয়া ম্যাচে ১৪ রানে জয় পেয়েছে। পাকিস্তান প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়েছে ১৭৮ রান করেছিল। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রান করে।
অনেকটা একপেশে ম্যাচ হওয়ার সব পথ তৈরি হয়েছিল। পাকিস্তান বড় জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু হঠাৎ করেই ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ উত্তেজনা ছড়িয়ে দেয়। পাকিস্তানের সমর্থকদের দুঃশ্চিন্তা বাড়িয়ে দেয়।
ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্যমাত্রা ছিল ১৭৯ রান। সেই রান তাড়া করার লড়াইটা দারুণ ছিল। বিনা উইকেট ৭২ রান জড়ো করেছিল ছিল তারা। কিন্তু এরপরই হঠাৎ করে ছন্দপতন। পাকিস্তাননের বোলারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা আসা যাওয়ার পালায় নামেন। পরবর্তী ৩৮ রানে হারায় তারা ৭ উইকেট। ফলে ১১২ রানে তাদের সাত ব্যাটার ফিরে যায়। জয় তখন পাকিস্তান হাতের নাগালে দেখতে পাচ্ছিল। কিন্তু অষ্টম উইকেট জ্যাসন হোল্ডার ও শামার জোসেফ সব চিত্র পাল্টে দেন। একের পর এক বল বাতাসে ভাসিয়ে মাঠের বাইরে পাঠাতে থাকেন। আর তাতে দ্রুত হয় পাকিস্তানের খেলোয়াড়দের হৃদস্পন্দন।
হোল্ডার মাত্র ১২ বলে করেন ৩০ রান। চারটি ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে। আর জোসেফ ১২ বলে করেন ২১ রান। দুইজনের অপরাজিত থাকেন।
পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ ছিলেন সফল বোলার। ৩ উইকেট শিকার তার। এর আগে ব্যাট হাতে চমক দেখান ওপেনার সায়েম আইয়ুব। এই ওপেনার ৩৮ বলে ৫৭ রান করেন। এছাড়া ফখর জামানের ২৮ ও হাসান নাওয়াজের ২৪ রানের সুবাদে পাকিস্তান সমৃদ্ধ ইনিংস দাঁড় করায়। ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ ৩০ রানে শিকার করেন ৩ উইকেট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















