গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচে দ্বীপ রাষ্ট্রটির সমর্থক হয়ে গিয়েছিল বাংলাদেশ। জয় পেয়েছিল শ্রীলঙ্কা। সে জয়ে হেসেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার জয়ের সুবাদেই বাংলাদেশ পেয়েছিল এশিয়া কাপের সুপার ফোরে খেলার টিকিট। গতকাল মঙ্গলবার আবুধাবিতে অনুষ্ঠিত সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষেও শ্রীলঙ্কাকে সমর্থন দিয়েছিল বাংলাদেশ। এবার অবশ্য কাজ হয়নি, শ্রীলঙ্কা হেরে গেছে, জয় পেয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার হার আর পাকিস্তানের জয়ে বাংলাদেশের সামনের পথটা কঠিন হয়ে পড়েছে।
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ফলে পাকিস্তান ফাইনাল খেলার প্রতিদ্বন্দ্বিতায় ফিরেছে। আর বাংলাদেশের হতাশা বেড়েছে। ভারত ১ ম্যাচ থেকে দুই পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। পাকিস্তান দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। আর এক ম্যাচ থেকে দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশ তৃতীয় স্থানে।
শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হেরে গেলে বাংলাদেশের দুঃশ্চিন্তা কম থাকতো। বিভিন্ন সমীকরণে মিলিয়ে এক ম্যাচে জিতেই বাংলাদেশের ফাইনালে খেলার সম্ভাবনা থাকতো। এখন ফাইনালে খেলতে আরও অন্তত একটা ম্যাচ জয়ের দরকার। বাংলাদেশের এখনো দুই ম্যাচ বাকি। আর সেই দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ফাইনালের জন্য অন্যতম প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। দুই ম্যাচের একটিতে জিততে হবে বাংলাদেশকে। আজ হারলে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প থাকবে না বাংলাদেশর সামনে। সে সঙ্গে রান রেটের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতায় নামতে হতে পারে টাইগারদের।
কাল পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে ১৩৩ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে আঁটসাটো বোলিং করে বাংলাদেশকে আশাবাদী করে তুলেছিল শ্রীলঙ্কার বোলাররা। ৫৭ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়েছিল। কিন্তু হুসাইন তালাত ও মোহাম্মদ নাওয়াজ চমৎকার ব্যাটিং করে একদিকে যেমন পাকিস্তানকে লড়াইয়ে টিকিয়ে রাখেন, অন্যদিকে বাংলাদেশের পথটা কঠিন করে তোলেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















