কর্মীদের খেলা দেখাতে ৭০০ টিকিট কিনেছেন ব্যবসায়ী আনিস

এশিয়া কাপ

এশিয়া কাপ ক্রিকেট উপলক্ষে অনন্য এক নজির গড়েছন সংযুক্ত আরব আমিরাতের এক ব্যবসায়ী। আনিস সাজান নামের ওই ব্যবসায়ী একাই ৭০০ টিকিট কিনেছেন। উপহার হিসেব দেওয়ার জন্য এতগুলো টিকিট কিনেছেন তিনি। তবে পরিবারের সদস্য ও বন্ধু বান্ধবদের দেওয়ার জন্য নয়, নিজ প্রতিষ্ঠানের কর্মীদের খেলা দেখার ব্যবস্থা করার জন্য এই কাজ করেছেন ব্যবসায়ী আনিস।

টিকিট কেনার বিষয়টি নিশ্চিত করেছেন দানিউব গ্রুপের ভাইস প্রেসিডেন্ট আনিস। দানিউব গ্রুপ মূলত রিয়েল এস্টেট কোম্পানি। বর্তমানে প্রতিষ্ঠানটিতে দুই হাজার কর্মী কাজ করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানের কর্মীদের পুরুস্কৃত করার জন্যই তিনি এমন উদ্যোগ নিয়েছেন। আমিরাতে ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ তেমন একটা হয় না। যখন সুযোগ পাওয়া গেছে তখন আমি তা কাজে লাগানোর পরিকল্পনা নিই।’

৭০০ টিকিটের মধ্যে বেশিরভাগ বড় ম্যাচের। ফাইনালের টিকিট তো রয়েছেই টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ ভারত-পাকিস্তানের টিকিটও রয়েছে। এ ম্যাচের ১০০টি টিকিট কিনেছেন তিনি। এ ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ভারতীয় মুদ্রায় ৮ হাজার রুপি। আর সর্বোচ্চ ৮ লাখ রুপি।

যাকে পছন্দ তাকে টিকিট নয়, টিকিট বিতরণে নিরপেক্ষতা বজায় রেখেছেন ব্যবসায়ী আনিস। রেখেছেন লটারির ব্যবস্থা।

Exit mobile version