কলকাতায় বিশ্বকাপের ম্যাচ নিয়ে খুশি লিটন

কলকাতায় বিশ্বকাপের ম্যাচ নিয়ে খুশি লিটন

কলকাতায় বিশ্বকাপের ম্যাচ নিয়ে খুশি লিটন । আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসছে বিশ্বকাপের জমজমাট অসর। বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু এবারের বিশ্বকাপ। বিশ্বকাপে একই মাঠে তিনটি ম্যাচ খেলা সুযোগ পেয়ে দারুণ খুশি অধিনায়ক লিটন দাস।

আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে মাঠে নামবে বাংলাদেশ। লিটন-সাইফদের পরের দুই ম্যাচও একই মাঠে; ৯ ফেব্রুয়ারি তারা মুখোমুখি হবে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাওয়া ইতালির এবং ১৪ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় খেলা নিয়ে অধিনায়ক লিটন বলেন,‘কলকাতায় খেলা খেলা হয়ে ভালোই হয়েছে। একই মাঠে তিনটি খেলা হওয়াতে ভালো হয়েছে। একই মাঠে তিনটি খেলা হয়েছে। গ্রুপ ভালো হয়েছে আমার টেষ্টা করবো বিশ্বকাপে ভালো কিছু করার।’

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে; আগামী ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে লড়বে তারা। এক নজরে বাংলাদেশের ম্যাচঃ

৭ ফেব্রুয়ারি- বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা

৯ ফেব্রুয়ারি- বিপক্ষ ইতালি, কলকাতা

১৪ ফেব্রুয়ারি- বিপক্ষ ইংল্যান্ড, কলকাতা

১৭ ফেব্রুয়ারি- বিপক্ষ নেপাল, মুম্বাই।

Exit mobile version