সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই ভারতের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। তার সাথে ভারতের চুক্তি ছিলো বিশ্বকাপ পর্যন্তই। নিজের পরিবারকে সময় দিতেই মূলত সরে যান তিনি। ভারতকে বিশ্বকাপ জিতিয়ে দলের দায়িত্ব ছাড়ার মধ্যেই এবার নতুন প্রস্তাব পেলেন দ্রাবিড়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হওয়ার প্রস্তাব পেলেন দ্রাবিড়। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। নাইটদের মেন্টর হিসেবে গত মৌসুমে দায়িত্ব পালন করেছিলেন গৌতম গম্ভীর। আর মেন্টর হিসেবে দলে ফিরেই কলকাতার দশ বছরের ট্রফিখরা কাটিয়েছেন তাঁদের সাবেক অধিনায়ক। এবার গম্ভীরের দায়িত্ব আরো বড় পরিসরে। বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন তিনি। কলকাতার জন্য নিঃসন্দেহে যা বড় ধাক্কা।
ফলে তাঁর জায়গা পূরণ করতে যোগ্য ও অভিজ্ঞতাসম্পন্ন কাউকে খুঁজছে তিনবারের শিরোপাজয়ী দলটি। ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলানোর পাশাপাশি আইপিএলেও রাজস্থানের মেন্টর ছিলেন দ্রাবিড়। আগামী মৌসুমের জন্য কলকাতা ছাড়াও তার প্রতি আগ্রহী রাজস্থানসহ আরও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি।