কানপুরে কঠিন বিপদে বাংলাদেশ

ভারতের বিপক্ষে কানপুর টেস্টের শেষ দিনে কঠিন বিপদে বাংলাদেশ। শেষ দিনে ব্যাটিংয়ে নেমে দ্রতই ৪ উইকেট হারায় সফরকারীরা। এ প্রতিবেদন খেলা পর্যন্ত ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৯৪ রান।

বাংলাদেশ এখন ৪২ রানে লিড পায়। দিনের শুরুতে ব্যক্তিগত ২ রান করে মুমিনুল বিদায় নেন। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৯ রানে জাদেজার বলে বোল্ড । তবে সাদমান ইসলাম হাফসেঞ্চুরি পূর্ণ করে পরের বলেই বিদায়। এর আগে সাজঘরে ফিরেছেন জাকের হাসান ১০, হাসান মাহমুদ ৪ ও মুমিনুল হক ১৮ রানে।

এর আগে বাংলাদেশে নিজেদের প্রথম ইনিংসে ২৩৩ রান সংগ্রহ করে। জবাবে চতুর্থ দিনে ইতিহাসগড়া ইনিংসের সুবাদে মাত্র ৩৫ ওভার ব্যাট করেই ২৮৫ রান তুলে প্রথম ইনিংসে ৫২ রানের লিড দাঁড় করায় ভারত।

Exit mobile version