নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ প্রকাশ করেছেন দিনেশ কার্তিক। তবে মজার কথা তার সেরা একাদশে নেই ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারত এখন পর্যন্ত মোট চারটি বিশ্বকাপ জিতেছে।
তার মধ্যে দুটি ওয়ানডেতে, দুটি টি–টোয়েন্টি। ২০০৭ টি–টোয়েন্টি বিশ্বকাপ আর ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে ভারত জিতেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিও।
এই ধোনির নেতৃত্বে খেলা দিনেশ কার্তিক ভারতের সর্বকালের সেরা দলে ধোনির জায়গা দেখেন না। ৩৯ বছর বয়সী কার্তিক সর্বকালের সেরা একাদশ গঠন করেছেন ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে।
দিনেশ কার্তিকের ভারতের সর্বকালের সেরা একাদশ: বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, যশপ্রীত বুমরা ও জহির খান।
দ্বাদশ খেলোয়াড়: হরভজন সিং।