দুবাইয়ের একটি ভারতীয় অ্যালামনাই অনুষ্ঠানে পাকিস্তানি ক্রিকেট কিংবদন্তি শহীদ আফ্রিদির হঠাৎ উপস্থিতি ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। আয়োজক সংগঠন ‘কুচিন ইউনিভার্সিটি বিটেক অ্যালামনাই অ্যাসোসিয়েশন–ইউএই’ (CUBAA-UAE) দাবি করলেও তারা আমন্ত্রণ জানায়নি, তবু সামাজিক মাধ্যমে ক্ষোভের ঝড় থামছে না।
প্রসঙ্গত, ২৫ মে দুবাইয়ের পাকিস্তান অ্যাসোসিয়েশন সেন্টারে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে হঠাৎ করেই আফ্রিদি ও উমর গুল উপস্থিত হলে দর্শকদের মধ্যে উল্লাস শুরু হয়। আফ্রিদিকে উদ্দেশ করে ‘বুম বুম’ ধ্বনি দিতে দেখা যায় দর্শকদের। তবে কাশ্মীর ইস্যু ঘিরে ভারত–পাকিস্তানের উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক ভারতীয় নাগরিক এবং রাজনৈতিক দল একে অসম্মানের চোখে দেখছেন।
কেরালার সাবেক বিজেপি সভাপতি কে সুরেন্দ্রন এবং ছাত্র সংগঠন এবিভিপি এই ঘটনায় নিন্দা জানিয়ে আয়োজকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। এমনকি আয়োজকদের পাসপোর্ট বাতিলের দাবিও উঠেছে।
প্রতিক্রিয়ায় CUBAA-UAE জানিয়েছে, অনুষ্ঠান শুরুর অনেক আগে থেকেই ভেন্যু নির্ধারিত ছিল এবং আফ্রিদি সেখানে অন্য একটি কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন। অনুষ্ঠানের শেষ দিকে তিনি উপস্থিত হন, আয়োজকরা তাঁর আগমন সম্পর্কে জানতেন না বলেই দাবি।
তবে তীব্র সমালোচনার প্রেক্ষিতে সংগঠনটি নিঃশর্ত ক্ষমা চেয়েছে, “আমাদের কাজের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।”
এদিকে কোচি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংগঠনটি তাদের অনুমোদিত নয় এবং অনুষ্ঠানটির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















