শেষ হলো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচটা ৬ উইকেটে জিতেছিলো অস্ট্রেলিয়া, পরেরটা ৭২ রানে। আজ বৃষ্টিতে বিঘ্নিত হয়ে টি-টেনে রুপ নেয়া ম্যাচটা ২৭ রানে জিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া।
আগামী জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত সংস্করণে এটিই শেষ সিরিজ ছিলো অস্ট্রেলিয়ার। পুরো সিরিজজুড়ে এমন দাপুটে পারফরম্যান্সে নিজেদের বিশ্বকাপের প্রস্তুতি বেশ ভালোভাবেই সেরে নিলো স্মিথ-ম্যাক্সওয়েলরা।
অকল্যান্ডে সিরিজের তৃতীয় ম্যাচে ১০.৪ ওভারে ৪ উইকেটে ১১৮ রান তোলার পর বৃষ্টিতে শেষ হয়ে যায় অজিদের ইনিংস। তাতে নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ১২৬। মাত্র তিন উইকেট হারালেও শেষ পর্যন্ত ৯৮ রানেই থামে কিউইদের ইনিংস।
ব্যাট হাতে ১১ বলে ২৭ ও বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ম্যাথিউ শর্ট।
সিরিজে ৯৮ রান ও ২ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার হাতে নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।
আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে ওয়েলিংটনে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ, ক্রাইস্টচার্চে।