কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার রান উৎসব

দুই সেঞ্চুরিয়ান রায়ান রিকেলটন ও টেম্বা বাভুমা

কেপটাউন টেস্টের প্রথম দিনে পাকিস্তানের বিপক্ষে রান উৎসব করেছেন রায়ান রিকেলটন ও টেম্বা বাভুমা। উভয়েই সেঞ্চুরি করেছেন। আর তাতেই সফরকারী পাকিস্তান রান পাহাড়ের নিচে চাপা পড়ার শঙ্কায় পড়েছে। প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩১৬ রান জমা করেছে। ৮০ ওভারে এই রান তাদের। বাভুমা ১০৬ রান করে আউট হলেও রিকেলটন ডাবল সেঞ্চুরির অপেক্ষায়। ১৭৬ রানে অপরাজিত তিনি।

টস জয়ের পর ব্যাট হাতে নেমে শুরুতেই একটা বিপর্যয়ের মুখে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। বিনা রানে ৬১ রান করলেও মাত্র ১১ রানের ব্যবধানে তারা তিন উইকেট হারিয়েছিল। খুররাম শাহজাদ, মোহাম্মদ আব্বাস ও আগা সালমান সতীর্থদের মুখে হাসি ফোটালেও ধীরে ধীরে তাদের সে হাসি ম্লান হয়ে যায়। রায়ান রিকেলটন ও টেম্বা বাভুমা তাদের হাসি কেড়ে নেন। চতুর্থ উইকেটে তারা ২৩৫ রান করেছেন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে চতুর্থ উইকেটে দক্ষিণ আফ্রিকার এটা সর্বোচ্চ সংগ্রহ।

টনি ডি জর্জি ইনজুরি আক্রান্ত হয়ে দলের বাইরে চলে যাওয়ায় রায়ান রিকেলটন ইনিংস সূচনার সুযোগ পান। আর সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেন। এরই মধ্যে ক্যারিয়ারের সর্বোচ্চ রানের স্কোর গড়েছেন। ২৩২ বলে করেছেন ১৭৬ রান। ২১টি বাউন্ডারি মেরেছেন। ওভার বাউন্ডারি একটি। অন্যদিকে ১০৬ রান করতে বাভুমা খেলেছেন ১৭৯ বল। ৯ বাউন্ডারি আর দুই ওভার বাউন্ডারি মেরেছেন তিনি।

পাকিস্তান বোলিংয়ে গতির অভাব থাকার পুরো সুযোগটা কাজে লাগিয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার রায়ান রিকেলটন ও টেম্বা বাভুমা। শুরুর দিকে আব্বাসগতি দিয়ে কিছুটা আতঙ্ক ছড়ালেও পরবর্তীতে তার ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি।

Exit mobile version