ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবার মাঠের বাইরের এক রায়ে বড় ধাক্কা খেয়েছে। কোচি টাস্কার্স কেরালা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিলের ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে ৫৩৮.৮৪ কোটি রুপি পরিশোধের নির্দেশ দিয়েছে বোম্বে হাইকোর্ট।
২০১১ সালে আইপিএলে একমাত্র অংশ নিয়েছিল কোচি টাস্কার্স কেরালা। সেই মৌসুম শেষে বিসিসিআই অভিযোগ তোলে, দলটি নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক গ্যারান্টি জমা দিতে ব্যর্থ হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিল করে বোর্ড।
পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ—কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেড ও রেনডেভু স্পোর্টস ওয়ার্ল্ড —মামলা করে যায়। ২০১৫ সালে এক স্বতন্ত্র মধ্যস্থতাকারী আদালত বিসিসিআইয়ের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করে এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। বিসিসিআই এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলেও, আদালত তা খারিজ করে আগের সিদ্ধান্ত বহাল রাখে।
হাইকোর্টের বিচারপতি রিয়াজ আই. চাগলা বলেন, মধ্যস্থতাকারীর সিদ্ধান্ত সঠিক ও যুক্তিযুক্ত। আরবিট্রেশন আইনের ৩৪ ধারা অনুযায়ী আদালতের হস্তক্ষেপের সুযোগ নেই।
তবে বিসিসিআইকে এখনই টাকা দিতে হচ্ছে না; আপিলের জন্য ৬ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ক্রিকেট প্রশাসনে একচেটিয়া আধিপত্য বজায় রাখা বিসিসিআইয়ের জন্য এটি একটি বড় আইনগত ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।