ভারতের টেস্ট দল থেকে অবসর নিয়েছেন ভিরাট কোহলি। এই খবরে ভীষণ হতাশা প্রকাশ করেছেন পেসার মোহাম্মদ সিরাজ। তার মতে ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমের পরিবেশটা আগের মতো আর থাকবে না।
১২ মে সকালে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ভিরাট কোহলি। টেস্টে ১০ হাজার রানের মাইলফলকের সামনে থাকলেও (বর্তমান রান ৯২৩০) তাতে পরোয়া না করে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।
‘শতরানের কাছাকাছি গেলে স্ট্রাইক রেট কমিয়ে দেন’ এমন সমালোচনার মুখেও চুপ ছিলেন ভিরাট। কিন্তু টেস্ট ক্রিকেটে বিশাল এক মাইলফলকের সামনে দাঁড়িয়েও অবসর নিয়ে বুঝিয়ে দিলেন, তিনি দলের জন্যই খেলেন, এক্ষেত্রে মাইলস্টোন ছোঁয়া বা ব্যক্তিগত পাওনা তাঁর কাছে গুরুত্ব নয়।
ভিরাটের অবসরের সিদ্ধান্তের বিশ্ব ক্রীড়াঙ্গনের অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। টেনিস কিংবদন্তী নোভাক জোকোভিচ থেকে শচীন টেন্ডুলকার, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, উইম্বলডন কর্তৃপক্ষ এক্স হ্যান্ডেলে পোস্ট করে কোহলিকে তাঁর অনবদ্য টেস্ট কেরিয়ারের জন্য সম্মান জানিয়েছেন। আইপিএলের সব দলই কোহলির অবদানের কথা মাথায় রেখে তাঁকে শুভেচ্ছা জানায়।
এই তালিকায় এবার নাম লেখালেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আরসিবি’র সাবেক ক্রিকেটার অর্থাৎ ভিরাট কোহলির সাবেক সতীর্থ মহম্মদ সিরাজ। ভারতীয় দলের এই পেসার বিরাট কোহলির অধিনায়কত্বে খেলেছেন। ফলে তাঁর কাছে বিরাটের জায়গা সব সময়ই আলাদা।
https://www.facebook.com/share/1ZiZoE6qd1
কোহলিকে সুপার হিরো আখ্যা দিয়েই তিনি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে এমন অসাধারণ কেরিয়ারের জন্য তোমায় অনেক অনেক শুভেচ্ছা। তুমি যা দিয়েছ টেস্ট ক্রিকেটকে, সেটা সবাই মনে রাখবে। আমার মতো বহু ক্রিকেটার এবং গোটা প্রজন্মকে তুমি উদ্বুদ্ধ করেছো আর আগামী দিনেও করতে থাকবে। যেভাবে তুমি নিজেকে সবার সামনে তুলে ধরেছ, সেটা অসাধারণ। তোমায় ছাড়া ড্রেসিং রুম আর আগের মতো থাকবে না ভাইয়া। তোমায় অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার ভালো চাওয়ার জন্য। অনেক অনেক শুভেচ্ছা কিং! বিরাট কোহলি ভাইয়া ’।