আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ এ তে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। দুই দলের হাইভোল্টেজ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে ভারত। দুবাইয়ে ম্যাচটি শুরু দুপুর ৩টায়।
এর আগে টানা দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে দুই দল। ফলে ভারত ও নিউজিল্যান্ডের জন্য ম্যাচটি গ্রুপ সেরা হওয়ার লড়াই। ইতিমধ্যে এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।
তবে এই ম্যাচটিই হবে কোহলির ৩০০তম ওয়ানডে। এখন পর্যন্ত ২১ জন ক্রিকেটার ৩০০ বা তারও বেশি ওয়ানডে খেলার কীর্তি রয়েছে। কোহলি বিশ্ব ক্রিকেটে ২২তম এবং ৭ম ভারতীয় হিসেবে সেই মাইলফলক গড়ার অপেক্ষায় আছেন।
বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে ম্যাচের সংখ্যায় এরপরই আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম (২৭৪), ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (২৭০), মাহমুদউল্লাহ রিয়াদ (২৩৯) ও রবীন্দ্র জাদেজা (২০১)।
তবে আজ যারা জিতবে সেমিতে তাদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়া, হারলে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।
গুরুত্বপুর্ণ এই ম্যাচে নিউজিল্যান্ড একাদশে একটি পরিবর্তন এসেছে। ওপেনার ডেভন কনওয়ের বদলে সুযোগ পেয়েছেন ড্যারেল মিচেল। অন্যদিকে ভারতের একাদশেও পরিবর্তন একটি। হার্শিত রানার বদলে সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী। ২০০৮ সালে অভিষেক হওয়া কোহলির এটা ৩০০তম ওয়ানডে। ১০০ ম্যাচে হারার বিপরীতে ১৮৪টি জিতেছেন তিনি। এই ফরম্যাটে তার চেয়ে বেশি জয় আছে আরও ১৪ জনের। ২৬২ জয় নিয়ে সবার শীর্ষে রিকি পন্টিং।
নিউজিল্যান্ড একাদশঃ উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন ও উইলিয়াম ও’রোরকে।
ভারত একাদশঃ রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।