আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে গুটিয়ে সবার আগে শেষ চারে ভারত। রোববার দুবাইয়ে বিরাট কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় রোহিত শর্মার দল। পাকিস্তানের দেওয়া ২৪২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪২.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪৪ রান তোলে ভারত।
এ জয়ের ফলে টানা দুই জয়ে চার পয়েন্ট নিয়ে সেমির পথে ভারত। আর টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে পাকিস্তান।
পাকিস্তানের দেওয়া ২৪২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩১ রানে প্রথম উইকেট হারায় ভারত। ওপেনার রহিত শর্মা ১৫ বলে তিন চার ও এক ছক্কায় ২০ রান করে শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে বিদায় নেন। তবে দ্বিতীয় উইকেট জুটিতে বিরাট কোহলিকে নিয়ে দলীয় শত রান পূর্ণ করেন শুভমান গিল। গিল ৫২ বলে ৪৬ রান করে আবির আহমেদের বলে বোল্ড হয়ে ফেরেন!
দুই উইকেট হারানোর পর বিরাট কোহলি এবার শ্রেয়াস আইয়ারকে নিয়ে আরও শক্ত জুটি গড়েন। অবশেষে দলীয় ২১৪ রানের মাথায় খুশদিল শাহ ভাঙে এ জুটি। সাজঘরে ফেরার আগে ৬৭ বলে ছয় বাউন্ডারিতে ৫৬ রান করেন আইয়ার। এরপর হার্দিক পান্ডিয়া ৮ রান করে বিদায় নেন। তবে কোহলি ছিলেন মারমুখি। শেষ পর্যন্ত কোহলি ১১১ বলে সাত বাউন্ডারিতে সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থাকেন। এছাড়া অক্ষর প্যাটেল অপরাজিত তিন রান করেন। বল হাতে পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি ৮ ওভারে ৭৪ রানে নেন দুটি উইকেট।
এর আগে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, টস জিতে ব্যাটিংয়ে নেমে আট ওভার পর্যন্ত নিজেদের অক্ষত রাখলেও যথাক্রমে দলীয় ৪১ ও ৪৭ রানে দুই ওপেনার বিদায় নিলে চাপে পড়ে পাকিস্তান। বাবর আজম ব্যক্তিগত ২৩ ও ইমাম-উল-হক ১০ রান করে আউট হন।
তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন সৌদ শাকিল ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। দলীয় ১৫১ রানে রিজওয়ান আউট হন ব্যক্তিগত ৪৬ রান করে অক্সার প্যাটেলের ওভার বোল্ড হয়ে। আর শাকিল আউট হন হাফ সেঞ্চুরি করে দলীয় ১৫৯ ও ব্যক্তিগত ৬২ রান করে।
এই জুটির বিদায়ের পর, পরের দিকের ব্যাটাররা আর সুবিধা করতে পারেননি। খুশদিল শাহ ৩৯ বলে ৩৮ রান করে প্রতিরোধের চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত ৪৯ ওভার চার বলে ২৪১ রানে অলআউট হয় পাকিস্তান।
ভারতের পক্ষে ৯ ওভারে ৪০ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন কুলদ্বিপ যাদব। আর ওভারে ৩১ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন হার্ডিক পান্ডিয়া। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন হারশিত রানা, অক্সার প্যাটেল ও রবীন্দ্র জাদেজা। গুরুত্বপূর্ণ ম্যাচে রান আউট হয়েছেন হারিস রউফ ও ইমাম-উল-হক।