দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টে বোলারদের লড়াই হয়েছে সমান সামনে। ব্যাটিংয়ে কয়েকটা ভালো ইনিংস দেখা গেলেও ম্যাচের ফল নির্ধারণ হয়েছে বোলিংয়ে। তাই তো মাত্র তিনদিনেই শেষ হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে।
রোমাঞ্চকর ম্যাচে ক্যারিবীয়দের ৪০ রানে হারায় প্রোটিয়ারা। কাগিসো রাবাদা ও কেশভ মহারাজদের বোলিং তোপে ২৬৩ রানের লক্ষ্য তাড়ায় ২২২ রানে থেমেছে উইন্ডিজদের ইনিংস।
ক্যারিবীয় দ্বীপ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংস ১৬০ রানেই গুটিয়ে যায় টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। জবাবে স্বাগতিকরা গুটিয়ে যায় ১৪৪ রানে।
ফলে ১৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে দুই ওপেনার টনি ডি জর্জি ও এইডেন মার্করামের হাফসেঞ্চুরিতে ২৪৬ রান তোল। ফলে সফরকারীদের দেওয়া ২৬৩ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় ক্যারিবীয়রা। শেষ ২২২ রানে থামে। ফলে ৪০ রানে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জিতে নিলো। উইন্ডিজ-প্রোটিয়াদের প্রথম টেস্ট নিষ্পত্তি হয়েছিল ড্র নিয়ে।