বাংলাদেশের ক্রিকেট থেকে আরও একটি নক্ষত্রের সমাপ্তি! মুশফিকুর রহিমের পর এবার আন্তর্জাতিককে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ। অর্থাত মুশফিকুর রহিমের বিদায়ের রেশ মিলিয়ে না যেতেই দেশের ক্রিকেটে আরেকটি প্রস্থান-পর্ব।
মাহমুদউল্লাহ টেস্ট ও টি-টোয়েন্টি ছেড়ে দিয়েছিলেন তিনি আগেই। এবার ওয়ানডে দিয়ে শেষ হলো আন্তর্জাতিক ক্রিকেটে তার অধ্যায়। বুধবার রাতে সামাজিক মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।
বিদায় বেলায় তিনি বলেন,‘ সকল প্রশংসা কেবল সর্বশক্তিমান আল্লাহর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি আমি। আমার সব সতীর্থ ও কোচকে ধন্যবাদ জানাতে চাই আমি, বিশেষ ধন্যবাদ ভক্তদের, যারা সবসময় আমার পাশে ছিলেন।’
একই সাথে বিদায় বেলায় বাবা-মা ও স্ত্রীর পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ছেলেবেলা থেকেই ‘কোচ ও মেন্টর’ হয়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন বড় ভাই এমদাদ উল্লাহর প্রতি।
এছাড়া অভিজ্ঞ এই তারকা ক্রিকেটারের বিদায়ী বার্তায় আছে স্ত্রী-সন্তানদের কথাও। নিজের পরিবার নিয়ে আরও বলেন,‘…সবশেষে, ধন্যবাদ আমার স্ত্রী ও সন্তানদের, যে কোনো পরিস্থিতিতে সবসময় যারা আমার ‘সাপোর্ট সিস্টেম’ হয়ে ছিল। আমি জানি, আমার ছেলে রাইদ আমাকে লাল-সবুজের জার্সিতে মিস করবে।’
দারুণ ফর্মে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেলেও সেখানে ব্যর্থ হন মাহমুদউল্লাহ। চোটের কারণে ভারতের বিপক্ষে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৪ রান করে তিনি আউট হন তিনি।
আর এই বিদায়টা যে মনের মতো হয়নি, তার বিদায়ী বার্তার শেষদিকে। তিনি বলেন,‘ সবকিছুর সমাপ্তি সবসময় নিখুঁত হয় না। তবে ‘হ্যাঁ’ বলতে হয় এবং সামনে এগিয়ে যেতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ। আমার দল ও বাংলাদেশের ক্রিকেটের জন্য শুভকামনা।’
২০০৭ সালে ২৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল তার। সেই থেকে বেশির ভাগ সময় ব্যাট করতেন ছয়-সাত-আট নম্বরে। সঙ্গে কার্যকর অফ স্পিন মিলিয়ে দলের ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। এরপর আস্তে আস্তে তার নামের পাশে যোগ হয় ‘ফিনিশার’।
শুরু মতো শেষটাও করলেন ওয়ানডে দিয়েই। সবমিলিয়ে দেশের হয়ে রঙিন পোষাকে ২৩৯টি ওয়ানডে ম্যাচ। যেখানে ৩৬ গড়ে করেছেন ৫ হাজার ৬৮৯ রান। ৩২ ফিফটির পাশাপাশি হাঁকিয়েছেন চার সেঞ্চুরি। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৮২ উইকেট।
এ ছাড়া ৫০ টেস্ট খেলে প্রায় ৩৩ গড়ে করেছেন ২ হাজার ৯১৪ রান। যেখানে তার নামের পাশে ১৬ ফিফটির আর ৫ সেঞ্চুরি। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৪৩ উইকেট। একই সাথে বাংলাদেশের জার্সিতে মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি খেলেছে ১৪১ টি। তার গড় রান ২৪। আর মোট রান ২ হাজার ৪৪৪ রান। টি-টোয়েন্টিতে শিকার করেছেন ৪১ উইকেট।