ক্রিকেটার শরিফুলের মানবিক আবদেন

জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম এবার নিজ এলাকার অসহায় মানুষের জন্য মানবিক আবেদন করলেন। নিজের জন্মভুমি পঞ্চগড়ের মানুষের উন্নত চিকিৎসার জন্য নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন।

ক্রিকেটার শরিফুলের ফেসবুক পোস্ট তুলে ধরা হল!
‘আসসালামু আলাইকুম,
আমি যখন ছোট ছিলাম, পঞ্চগড়ের এই মাটিতে বড় হতে হতে অনেক সুন্দর মুহূর্তের সাথে এমন কিছু কঠিন সময়ও দেখেছি, যা আজও আমাকে ব্যথিত করে। আমার চোখের সামনেই গুরুতর অসুস্থ মানুষদের রংপুর বা দিনাজপুর নিয়ে যাওয়ার পথে মারা যেতে দেখেছি। কারণ পঞ্চগড়ে এমন কোনো বড় হাসপাতাল নেই, যেখানে তারা তাত্ক্ষণিক চিকিৎসা পেতে পারত।’

‘আজও পঞ্চগড়বাসী সেই একই দুর্ভোগের মুখোমুখি। গুরুতর অসুস্থ রোগীদের রংপুর বা দিনাজপুরে ভালো চিকিৎসার জন্য যেতে ৩-৪ ঘণ্টা সময় লেগে যায়। অনেক সময় এই দীর্ঘ যাত্রাপথ রোগীদের জন্য হয়ে ওঠে মৃত্যুর কারণ।’

‘এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য পঞ্চগড়ে একটি ১০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপন অত্যন্ত জরুরি। এটি শুধু রোগীদের জীবন বাঁচাবে না, বরং পঞ্চগড়ের মানুষের স্বাস্থ্যসেবার মানে বৈপ্লবিক পরিবর্তন আনবে। ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পঞ্চগড়ে চাই।’

Exit mobile version