ছাত্র ও জনতার বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ড. ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছেন। ইতিমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতেও আসছে পরিবর্তন। তবে তাতে ক্রিকেটের কোন প্রভাব পড়তে না বলেই মনে করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক।
বাংলাদেশে ‘এ’ দলের সাথে সকালে পাকিস্তানের উদ্দেশ্য উড়াল দেয়ার আগে বিমানবন্দরে বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, ‘আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ বলে কিছু নেই। প্রতিটি দিনই চ্যালেঞ্জিং। প্রতিটি সিরিজ, প্রতিটি খেলা আমাদের নতুনভাবে শুরু করতে হয়। আমি মনে করি, সবকিছুই চ্যালেঞ্জিং। এখন খুব একটা বাজে অবস্থায় নাই দেশের পরিস্থিতি। একটা অশান্তি ছিল দেখে আমাদের খেলা কিছুটা পিছিয়েছে।’
এছাড়া তিনি বলেন,‘সাধারণত রাজনৈতিক কোন প্রভাব আমাদের ক্রিকেটে পড়ে না। ক্রিকেট ক্রিকেটের গতিতে এগিয়ে যায়। সবগুলো খেলাই আসলে। ওটার সাথে চ্যালেঞ্জের কোনও কথা না। চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ক্রিকেটটাই। যখন আমরা যেখানে খেলতে যাই সেটাই আমাদের জন্য চ্যালেঞ্জিং।’