ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। চোটের কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এর শেষ মৌসুম অসমাপ্ত রেখেই বিদায় নেন তিনি।
৪১ বছর বয়সী এই অলরাউন্ডার টুর্নামেন্টের সর্বকালের শীর্ষ উইকেট শিকারি হিসেবে অবসর নিচ্ছেন। এর আগে, ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট এবং গত বছর আইপিএল থেকে সরে দাঁড়ান ব্রাভো।
ব্রাভো ইনস্টাগ্রামে লিখেছেন, “মনের ইচ্ছা থাকলেও শারীরিকভাবে আর চালিয়ে যাওয়া সম্ভব নয়। আমি এমন অবস্থায় নিজেকে আনতে চাই না যেখানে দলের বা ভক্তদের হতাশ করব।”
১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ব্রাভো আইপিএল, পিএসএল এবং বিগ ব্যাশসহ বহু টি-টোয়েন্টি লিগে শিরোপা জিতেছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি বিশ্বকাপও জিতেছেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট নিয়ে ক্রিকেটকে বিদায় বললেন এই তারকা।