ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনে তৈরি হয়েছে কূটনৈতিক টানাপোড়েন। আগামী ২৪ ও ২৫ জুলাই নির্ধারিত এ সভা ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা ক্রমেই বাড়ছে।
ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই যেখানে সভায় আপত্তি জানিয়েছে, সেখানে এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি ঢাকাতেই সভা আয়োজনের পক্ষে।
এই অবস্থায় বিপাকে পড়েছে আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাঁচটি পূর্ণ সদস্য দেশের মধ্যে তিনটি সভায় অংশ নিচ্ছে না বলে জানা গেছে। তবুও বিসিবি নিজেদের দায়িত্ব পালনে প্রস্তুত।
গতকাল মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবির অবস্থান তুলে ধরেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘এসিসি একটা সংস্থা, এশিয়ার পাঁচটা পূর্ণ সদস্য এবং ২৫টা সহযোগী দেশ নিয়ে এটা কাজ করে। এসিসি আমাদের প্রস্তাব দিয়েছিল এজিএম আয়োজনের জন্য। আমরা রাজি হয়েছি। এটা এসিসির প্রোগ্রাম। আমরা শুধু লজিস্টিক সাহায্য করব।’
আজ এসিসি সভাপতি মহসিন নাকভির সঙ্গে বিসিবি প্রধানের বৈঠক রয়েছে। এ প্রসঙ্গে বুলবুল বলেন, ‘পাকিস্তানের সভাপতি আসছেন। উনি এখন এসিসির সভাপতি। তার সঙ্গে আমরা দ্বিপাক্ষিক সিরিজসহ ক্রিকেটবিষয়ক আলোচনাও করব।’
ভারতের অনুপস্থিতির প্রভাব নিয়ে প্রশ্নে তিনি বলেন, ‘আমার মনে হয় না। ক্রিকেট সবার ওপরে। আমরা শুধু আয়োজক। আমাদের চেষ্টা থাকবে যেন একটি সফল এজিএম হয়।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















