অবশেষে বয়কটের ডাক দেওয়া সংগঠকদের আলোচনায় ডাকল বিসিবি। ঢাকা প্রিমিয়ার লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্লাবসমূহকে চা-চক্রের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কেননা ২৫ নভেম্বর থেকে প্রথম বিভাগ ক্রিকেট মাঠে গড়ানোর কথা থাকলেও শেষ পর্যন্ত হচ্ছে না। মূলত বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ৪৩ ক্লাব বয়কটের ঘোষণা দিয়েছিল।
যা এখনও সমাধান হয়নি, ফলে শঙ্কা রয়ে গেছে প্রথম বিভাগ ক্রিকেট শুরু হওয়া নিয়ে। তবে বয়কটের ডাক দেওয়া ক্লাব কর্মকর্তারা ২৯ নভেম্বর বিসিবির সঙ্গে বসবেন কি না সেটি এখনও নিশ্চিত করে জানা যায়নি। এক শীর্ষ ক্রীড়া সংগঠক জানিয়েছেন, আগামীকাল নিজেদের মধ্যে একটি আলোচনা রয়েছে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে।
বিসিবির পাঠানো আমন্ত্রণপত্রে বলা রয়েছে, বাংলাদেশ ক্রিকেটের সার্বিক উন্নয়ন, খেলোয়াড়দের কল্যাণ সংক্রান্ত বিষয় এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি ঢাকার ক্লাবসমূহের সঙ্গে গঠনমূলক আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক ও চা-চক্রের আয়োজন করেছি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















