অ্যাডিলেডে আগামী বুধবার (১৭ জানুয়ারি) শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই ম্যাচের টেস্ট সিরিজ। ডেভিড ওয়ার্নারের বিদায়ের পর স্মিথকে ওপেনার হেসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার মতে কেউ যদি লারারার ৪০০ রানের ইনিংস টপকে যেতে পারেন সেটা হবেন স্মিথ।
এর আগে অস্ট্রেলিয়ার হয়ে তিন নাম্বারে ব্যাট করতেন স্মিথ। দলের প্রয়োজনে চারেও তার ব্যাট করার উদাহরণ আছে। এবার তাকে দেখা যাবে নতুন রুপে।
আরেক ওপেনার ম্যাট রেনশওকেও ১৩ সদস্যের দলে নেয়া হয়েছে, সাথে আরও আছেন ক্যামেরন গ্রিনও। এই দুই দল, দুই ম্যাচের টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। টেস্ট দলে কামিন্স নিয়মিত অধিনায়ক হিসেবে থাকবেন কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে বিশ্রাম নেবেন তিনি। তাই অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারে, ক্যামেরন গ্রীন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মারনুস লাবুসচাগনে, নাথান লায়ন, মিচেল মার্শ, ম্যাট রেনশ, স্টিভ স্মিথ এবং মিচেল স্টার্ক।
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড:
স্টিভ স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড (সহ-অধিনায়ক), শন অ্যাবট, নাথান এলিস, ক্যামেরন গ্রীন, অ্যারন হার্ডি, জোশ ইনগলিস, মারনুস লাবুসচাগনে, গ্লেন ম্যাক্সওয়েল, লান্স মোরিস, ঝিয়ে রিচার্ডসন, ম্যাট শর্ট এবং অ্যাডাম জাম্পা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















