সিলেটে নিউজিল্যান্ড ‘এ’দলের বিপক্ষে চার দিনের প্রথম ম্যাচে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। তবে নুরুল হাসান সোহানের সেঞ্চুরির পরও বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ পিছিয়ে আছে ৭ রানে। নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ২৫৬ রানে গুটিয়ে যায়। জবাবে বাংলাদেশ দ্বিতীয় দিনের খেলা শেষে ৮ উইকেটে ২৪৯ রান তুলেছে।
এদিন দ্বিতীয় দিনের খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে। তবে খেলা শুরুর পরই জ্বালানো হয় ফ্লাড লাইড। প্রথম দিনের খেলা শেষে ৮ উইকেটে ২২৬ রান নিয়ে সকালে ব্যাটিং শুরু করে সফরকারীরা। ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড ‘এ’দলের সংগ্রহ সবকটি উইকেট হারিয়ে ২৫৬ রান তোলে। বল হাতে পেসার খালেদের ঝুলিতে ৬টি উইকেট শিকার করেন। এছাড়া এনামুল হক বিজয় তিনটি এবং এবাদতের ঝুলিতে একটি উইকেট গিয়েছে।
ফলে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নামে। তবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৭ ওভারে ৩০ রান করার পর বৃষ্টির কারণে সকাল ১১টা ২৫ মিনিটে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি থামার পর ব্যাটিংয়ে নেমে দলীয় ৮১ রানে চার উইকেট হারায় নুরুল হাসান সোহানের দল।
ওপেনার এনামুল হক বিজয় ২৪, জাকের হাসান ১২, মাহমুদুল হাসান জয় ১৮ ও অমিত হাসান ২৫ রান করে বিদায় নেন। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে আসে ২৫ রান। দলের বিপদে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক নুরুল হাসান সোহান দারুণ ব্যাটিং উপহার দেন।
ওয়ানডে স্টাইলে ব্যাটিং সেঞ্চুরি তুলে নেন তিনি। তবে ৮৮ বলে ১১ বাউন্ডারি ও ৫ ছক্কায় ১০৭ রান করে বিদায় নেন। এছাড়া আর কেউ সুবিধা করতে পারেনি। দিনের খেলা শেষে ৬০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২৪৯ রান। হাসান মাহমুদ ১৩ ও এবাদত হোসেন ১ রান করে অপরাজিত আছেন।